• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট, আরটিভি অনলাইন

  ৩০ নভেম্বর ২০১৯, ১৪:০৪
নিহত বিএসএফ তরুণ
বিএসএফের গুলিতে নিহত তরুণ সালমান আহমদ

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত তরুণের নাম সালমান আহমদ (১৮)। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেড় গ্রামের আবুল রহমানের ছেলে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা আরটিভি অনলাইনকে জানান, অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সালমান নিহত হয়েছেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, সালমানসহ কয়েকজন কিশোর ডোনা সীমান্তের পাতিছড়া দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারতের মেঘালয় রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় বিএসএফের গুলিতে মারা যায় সালমান। রক্তাক্ত অবস্থায় সালমান আহমদের গুলিবিদ্ধ লাশ তার সহযোগীরা সীমান্তবর্তী মেইন পিলারের পাশে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে। সেখান থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে ডোনা নয় নম্বর গ্রামের মুতাল্লিব মিয়ার বাড়িতে নিয়ে যান। পরে সেখান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্ত শেষে সালমানের মরদেহ তার স্বজনদের কাছে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
X
Fresh