• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরের দুই নেতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ নভেম্বর ২০১৯, ১৪:৪৭
বিদেশ নিষেধ দুদক
বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ও ইমাম আবু জাফর রজ্জব

দিনাজপুরের শীর্ষ দুই রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুই রাজনৈতিক নেতা হলেন, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব।

তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় থেকে মঙ্গলবার ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, দিনাজপুরের দুজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, টেন্ডার বাণিজ্য, মাদক ব্যবসা, হুন্ডিসহ বিভিন্ন প্রকার দুর্নীতির মাধ্যমে বিশ্বজিৎ কুমার ঘোষ ও ইমাম আবু জাফর রজ্জব অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
X
Fresh