• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গ্যারেজে রাখা গাড়ির গ্যাস সিলিন্ডারে আগুন, যুবক নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট, আরটিভি অনলাইন

  ২৭ নভেম্বর ২০১৯, ১০:৩৪
যুবক নিহত আগুন
আগুনে পুড়ে নিহত যুবক রেদওয়ান আহমদ

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে গ্যারেজে রাখা একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জৈন্তাপুরের আসামপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রেদওয়ান আহমদ (২০)। তিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

আহতদের মধ্যে ফায়ারম্যান বেলাল হোসেনসহ তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্যারেজটি ছাড়াও আরও তিনটি দোকান পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আসামপাড়া বাজারের ব্যবসায়ী আলাল মিয়ার মালিকানাধীন গ্যারেজে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। একপর্যায়ে গ্যারেজে থাকা প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে।

পরে সেই আগুন পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর প্রথমে স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে রেদওয়ান আহমদ মারা যান। একপর্যায়ে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সেনানিবাস ফায়ার সার্ভিসের টিম প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সিলেটের উপ-পরিচালক হুমায়ুন কবির হতাহতের বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক গোলোযোগ থেকে সৃষ্ট আগুনে একজনের মৃত্যু হয়েছে। একজন ফায়ারম্যানসহ কয়েকজন আহত হয়েছেন। আগুনে একটি ক্রাশার মেশিনসহ তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক ঘটনাস্থলে যান। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
X
Fresh