• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পরিবহন ধর্মঘটেও স্বাভাবিক হিলি স্থলবন্দর

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১৫:৪৮
হিলি আমদানি রপ্তানি
ছবি: সংগৃহীত

নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের পর থেকে তা সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় হিলিতেও চলছে পরিবহন ধর্মঘট।

এদিকে সকাল থেকেই বন্দরে স্বাভাবিক রয়েছে আমদানি-রপ্তানি।

অন্যদিকে বন্দরের অভ্যন্তরে লোড়-আনলোড স্বাভাবিক রয়েছে।

তবে চলাচল বন্ধ রয়েছে হিলি থেকে দূরপাল্লার বাস, ট্রাক, লরিসহ সব ধরনের পরিবহন।

হিলি স্থলবন্দর ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান জানান, আমরা কেন্দ্রীয়ভাবে কোনও নির্দেশনা পাইনি। তবে যেহেতু সারাদেশে পরিবহন ধর্মঘট চলছে সেই কারণে আমরাও বাইরে কোথাও গাড়ি পাঠাতে পারছি না। শুধুমাত্র বন্দর থেকে পণ্য নিয়ে আশপাশের গোডাউনগুলোতে রাখার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, পরিবহন ধর্মঘট চললেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। আমরা পানামার অভ্যন্তর থেকে বিভিন্ন পণ্য ছাড় করাচ্ছি। ব্যবসায়ীরা যখন ইচ্ছা বন্দর থেকে পণ্য বের করতে পারবেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
ওবায়দুল কাদেরের পদত্যাগ চাওয়ায় শাহবাগ থানায় জিডি
X
Fresh