• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রাক ধর্মঘটে বিপাকে সবজি চাষিরা

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ নভেম্বর ২০১৯, ১২:৩৪
ধর্মঘট ট্রাক সবজি
ফাইল ছবি

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে মেহেরপুরে বাস চালকদের কর্মবিরতি তৃতীয় দিনের মতো চলছে।

মেহেরপুর থেকে আন্তঃজেলার সব রুটে বন্ধ রয়েছে লোকাল বাস চলাচল।

আজ বুধবার এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাক, লরি ও কাভার্ডভ্যানের ধর্মঘট।

ট্রাক বন্ধ থাকায় সবজির জেলাখ্যাত এ জেলায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

গেল সোমবার সকাল থেকে মোটর শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। এতে মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কসহ জেলার সব সড়কে লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ নেমে আসে। আকস্মিক বাস বন্ধের ফলে দূরের যাত্রীরা পড়েন চরম বিপাকে। তাদের একমাত্র ভরসা হয়ে ওঠে স্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানবাহন। সড়কগুলো এখন দখল করেছে অবৈধ এসব যানবাহন। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা বিভিন্ন স্থানে চলাচল করছে। আর বাস বন্ধ তাই বাড়তি ভাড়া আদায় করছে অবৈধ এসব যানের চালকরা।

এদিকে মঙ্গলবার ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধের ঘোষণার পর আজ সকাল থেকে মেহেরপুর জেলায় ট্রাক চলাচল বন্ধ হয়ে পড়েছে। টার্মিনালগুলোতে পড়ে আছে ট্রাক। এতে পণ্য পরিবহন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজি পরিবহন বন্ধ হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন সবজি চাষি ও ব্যবসায়ীরা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
হবিগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, নিহত ২
চট্টগ্রামে প‌রিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ
রোববার থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক
X
Fresh