logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯, ২৭ অগ্রহায়ণ ১৪২৬

পাবনায় আংশিক বাস চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২০ নভেম্বর ২০১৯, ১১:৪৬ | আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১২:৩৩
বাস শ্রমিক ধর্মঘট
ছবি: সংগৃহীত
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পাবনায় আজ বুধবার সকাল থেকে বাসচালক ও শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পাবনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল আংশিক বন্ধ রয়েছে।

সকালে পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, কর্মবিরতি উপেক্ষা করে চালক শ্রমিকদের একটি অংশ বাস চালাচ্ছেন।

কিছু বাস ঢাকাসহ বিভিন্ন রুটে ছেড়ে যেতে দেখা যায়। অপরদিকে আরেকটি অংশ বাস চালানো বিরত রেখেছেন।

তবে এ নিয়ে চালক শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। যারা বাস চালাচ্ছেন তাদের বাধা দেন কর্মবিরতি পালন করা চালক শ্রমিকরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: পুলিশ সুপার হারুনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
---------------------------------------------------------------

কর্মবিরতি পালন করা চালক শ্রমিকদের দাবি, নতুন সড়ক পরিবহন আইন সংশোধন করতে হবে। কারণ দুর্ঘটনা ঘটলে গাড়ির চালক পাঁচ লাখ টাকা জরিমানা দেবেন এটা মেনে নেওয়া যায় না। তার আগে সড়ক মহাসড়কগুলোতে উন্নয়ন ঘটাতে হবে।

এদিকে আংশিক বাস চলাচল বন্ধ থাকায় ঢাকাসহ দূরপাল্লার যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে কর্মস্থলে ফিরছেন অনিশ্চয়তা মাথায় নিয়ে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়