• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

খুলনায় বুধবার থেকে চলবে বাস

খুলনা প্রতিনিধি, আরটিভি

  ১৯ নভেম্বর ২০১৯, ১৭:০৭
খুলনায় বুধবার থেকে চলবে বাস
খুলনায় বুধবার থেকে চলবে বাস

খুলনায় সোনাডাঙ্গার আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বুধবার (২০ নভেম্বর) সব সড়কপথে বাস ছাড়বে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে সকাল থেকে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। বৈঠকে ২১ ও ২২ নভেম্বর নতুন নীতিমালা কিছুটা শিথিল করার আশ্বাস দিলে চালক ও মালিকরা বাস চালু করার সিদ্ধান্ত নেন।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে আগামী কয়েকদিন নতুন সড়ক আইন বাস্তবায়নে কিছুটা শিথিল করার আশ্বাস দেয়া হয়। এ কারণে ইউনিয়নের পক্ষ থেকে চালক ও মালিকদের গাড়ি চালানোর অনুরোধ করা হচ্ছে। কাল থেকে চালকেরা গাড়ি চালাবেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, খুলনা থেকে অন্যান্য রুটে বাস গেলেই সেখানকার শ্রমিকেরা তা আটকে দেয়। এরপরও আগামীকাল থেকে অন্তত অভ্যন্তরীণ রুটে বাস চলবে বলে আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, আজ সকাল থেকে খুলনাসহ আশপাশের বিভিন্ন জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন চালক ও মালিকেরা।

আরো পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট
X
Fresh