logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৮:১৬
আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৮:২৭

পাথরঘাটার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি

বিস্ফোরণ পাইপ লাইন
ফাইল ছবি
পাথরঘাটায় বিস্ফোরণে হতাহতের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরিফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যর কমিটির সদস্যরা  ঘটনাস্থল ঘুরে দেখেন এবং অনেকের সঙ্গে কথা বলেন।

এ সময় তদন্ত দলের প্রধান শরিফ হোসেন বলেন, তদন্ত কাজ শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি লাইনের গ্যাস নাকি সেপটিক ট্যাংকের গ্যাস, এ বিষয়ে এখনও তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

এদিকে আজও ঘটনাস্থল পরিদর্শনে এসে বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, পাইপলাইনের লিকেজের ফলে এ দুর্ঘটনা ঘটছে বলে ধারণা করছি। এছাড়াও  আলামত দেখে মনে হচ্ছে, পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ হতো সেই পাইপ লাইনে ত্রুটি ছিল। পাইপলাইনে ত্রুটি থাকার কারণে পাইপ লাইন লিকেজ হয়ে গ্যাস পুরো বিল্ডিংযের নিচতলায় ছড়িয়ে গেছে। এছাড়া সকালে নগর পুলিশের পক্ষ থেকে গঠিত আরেকটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।

এদিকে, চট্টগ্রামের পাথরঘাটায় ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনায় গ্যাস লাইনে লিকেজের কোনও প্রমাণ মেলেনি বলে দাবি করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড (কেজিডিসিএল)।

জেবি/পি

RTVPLUS