• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ধর্ষণ মামলায় যুবরাজের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ নভেম্বর ২০১৯, ১৭:২৯
ধর্ষণ মামলা স্কুলছাত্রী
ফাইল ছবি

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে আটকিয়ে রেখে ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মীর যুবরাজ (৪০) দেলদুয়ার উপজেলার মীর কুমুল্লী গ্রামের মৃত খন্দকার মতিয়ার রহমানের ছেলে।

এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাসিমুল আক্তার নাসিম বলেন, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে যুবরাজ টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে আসার পথে শহরের ছয়আনী পুকুরপাড় এলাকা থেকে অপহরণ করেন। পরে ওই ছাত্রীটিকে দেলদুয়ার উপজেলার নাটিয়া পাড়ায় তার বোনের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন।

এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গেল বছরের ১৮ নভেম্বর টাঙ্গাইল সদর থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে এ মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।