• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীর চৌমুহনীতে আগুনে অর্ধশত দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ নভেম্বর ২০১৯, ২৩:৩৮
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে অর্ধশত দোকান পুড়ে ছাই
নোয়াখালীর চৌমুহনীতে আগুনে অর্ধশত দোকান পুড়ে ছাই

নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীর রেলওয়ে স্টেশন মার্কেটে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় সোয়া ৬টার সময় চৌমুহনী রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের মার্কেটের নূর ক্রোকারিজের পেছন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় মোবাইলের দোকান, ক্রাকারিজ দোকান, হোটেলসহ ছোটবড় অর্ধশত দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চৌমুহনী, মাইজদি থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কি পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে তা এখনো নির্ণয় করা যায়নি।

প্রসঙ্গত, গত ছয় মাসের ব্যবধানে এই মার্কেটে এ পর্যন্ত তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি 
সুন্দরবনের আগুন নেভাতে যোগ দিয়েছে নৌ ও বিমানবাহিনী
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
X
Fresh