• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ : কঠিন জীবন যুদ্ধে উপকূলীয় অঞ্চলের দুর্গতরা (ভিডিও)

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৬ নভেম্বর ২০১৯, ০৮:৩৬

আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এসে কঠিন জীবন যুদ্ধে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের দুর্গতরা। সর্বনাশা বুলবুল সর্বস্ব কেড়ে নিয়েছে। নতুন করে বাস্তুভিটা সংস্কার করতে যেয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন মানুষগুলো।

ঘূর্ণিঝড় সিডর, আইলার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই গেল রোববার গভীর রাতে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানে সাতক্ষীরার উপকূলবর্তী জনপদে। শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবল ঝড়ে ভেঙে পড়ে, হাজার হাজার গাছপালা।

ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে গেছে সব। মাথা গোঁজার ঠাঁই টুকুও নেই অনেকের। বিচ্ছিন্ন হয়ে যায় বসতভিটার বিদ্যুৎ সংযোগ।

প্রশাসনিক প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতায় পুনর্বাসন করারও আশ্বাস দিয়েছেন তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh