• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে বাস চলাচল বন্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৪
বাস বন্ধ মেহেরপুর
ফাইল ছবি

‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর করার প্রতিবাদে মেহেরপুর জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে জেলার মোটর শ্রমকিরা বাস চলাচল বন্ধ করে দেয়।

মেহেরপুরে বেশ কয়েকজন বাসচালক বলেন, নতুন আইনের আওতায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁচার আশা করা আমাদের পক্ষে অসম্ভব। যার কারণে আমরা বাস চালাতে চাচ্ছি না।

শুক্রবার সকালের দিকে কয়েকটি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও শনিবার থেকে দূরপাল্লার বাসও বন্ধ রাখবেন বলে জানান শ্রমিকরা।

এদিকে সকাল থেকে আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকে অবৈধ যান নসিমন, করিমন, ইজিবাইক, আলগামনসহ বিভিন্ন উপায়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, যে আইন পাশ করা হয়েছে তাতে শ্রমিকদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। যে কারণে চালকরা পথে নামতে ভয় পাচ্ছেন। ফলে আজ থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ গোলাম রসুল বলেন, নতুন আইন শ্রমিকরা মানতে না চাওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন, মালিক-শ্রমিক মিলে বৈঠক করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলে নেমেছিলো বাক প্রতিবন্ধী যুবক, ২ ঘণ্টা পর মিলল মরদেহ
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
X
Fresh