logo
  • ঢাকা শনিবার, ৩০ মে ২০২০, ১৬ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ‘পঞ্চগড় এক্সপ্রেস’

হিলি প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৬ নভেম্বর ২০১৯, ১২:৫৬ | আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৪:০২
রেললাইন স্টেশন বিরামপুর
বিরামপুর রেলস্টেশনের অদূরে কাটা রেললাইন
দিনাজপুরের বিরামপুর উপজেলা রেলস্টেশনের অদূরে হঠাৎ রেললাইন ভেঙে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল ‘পঞ্চগড় এক্সপ্রেসে’র কয়েকশ যাত্রী। 

বুধবার সকালে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল।

লাইন মেরামতের পর এক ঘণ্টা ২০ মিনিট বিলম্বে  ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিরামপুর রেলস্টেশনের মাস্টার মিজানুর রহমান জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৭৪৭ নম্বর আপ সীমান্ত এক্সপ্রেস সকাল ছয়টা ২৩ মিনিটে বিরামপুর রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনের শেষ বগির নিচে বিকট শব্দ হয়। টিটি ইউসুফ আলী বিষয়টি বিরামপুর রেলস্টেশন মাস্টারকে অবহিত করেন।

অপরদিকে ওই লাইনের পাশে প্রাতঃভ্রমণে যাওয়া লোকজন পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট লাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশনে খবর দেন। স্টেশনমাস্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: একমাত্র অবলম্বন বাম পা দিয়েই জেডিসি পরীক্ষা দিচ্ছে রাসেল
---------------------------------------------------------------

এসময় ওই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৯৩ নম্বর আপ ‘পঞ্চগড় এক্সপ্রেস’ যাওয়ার কথা ছিল। কিন্তু লাইন ভাঙার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ পঞ্চগড় এক্সপ্রেসকে পাঁচবিবি স্টেশনে থামিয়ে দেন এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩২ নম্বর ডাউন বরেন্দ্র এক্সপ্রেসকে বিরামপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখেন।

হিলি থেকে লাইন মেরামতের লোকজন এসে  এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সাময়িকভাবে ভাঙা রেললাইন মেরামতের পর  ওই লাইন দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার মাধ্যমে  এক  ঘণ্টা ২০ মিনিট পর  ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়