• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজ নিয়ে কারসাজি: দুই আমদানিকারক প্রতিষ্ঠানে তালা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৫ নভেম্বর ২০১৯, ১৭:৩২
পেঁয়াজ নিয়ে কারসাজি: দুই আমদানিকারক প্রতিষ্ঠানে তালা
পেঁয়াজ নিয়ে কারসাজি: দুই আমদানিকারক প্রতিষ্ঠানে তালা

চট্টগ্রামের রিয়াজুদ্দীন বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজের বাজারে মূল্যে বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকার অভিযোগে দুটি আমদানিকারক প্রতিষ্ঠানে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এই সময় হোসেন ব্রাদ্রাস নামে আমদানিকারক প্রতিষ্ঠানের মালিকের ছেলে ও জেএস ট্রেডাস নামে আরেকটি আমদানিকারক প্রতিষ্ঠানের ম্যানেজারসহ এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, সম্প্রতি খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়। তারপর সেই নথি অনুযায়ী অভিযান চালিয়ে ৪২ টাকায় কেনা মিয়ানমারের পেঁয়াজ ১০০ টাকার ও বেশি দামে বিক্রি এবং টেকনাফের আমদানিকারক চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে তাদের সঙ্গে পেঁয়াজের বাজারে মূল্যে বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
বাংলাদেশ ও আমিরাতে ভারতের পেঁয়াজ কূটনীতি
রাজবাড়ীতে ‘কালো সোনা’ পেঁয়াজ বীজ চাষে স্বপ্ন দেখছে কৃষক
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh