• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

গাইবান্ধায় অস্ত্রসহ ১৮ মামলার আসামি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৯, ১১:৫৮
গ্রেপ্তার মাদক অস্ত্র
প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গেল শনিবার রাতে উপজেলার সাঁতারপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিন ওরফে আলাল (৫০)। তার নামে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল গেল শনিবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার সাঁতারপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক, চুরি-ডাকাতিসহ ১৮ মামলা আসামি আল আমিনকে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য মতে ইয়াবার মূল ডিলার ঢোলভাংগা বাজারের অপর মাদক ব্যবসায়ী আল-আমিনের বাড়িতে অভিযানে যায় পুলিশ।

পথিমধ্যে সাঁকোয়া ব্রিজের কাছে পৌঁছালে আলালের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে আল আমিন ওরফে আলাল গুলিবিদ্ধ হন। অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৫ জন গ্রেপ্তার
গোপন বৈঠকের অভিযোগে ৫ প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার ৬
ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র
পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ পুতিনের
X
Fresh