• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুকুরে গোসল করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

রাজাবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৪
মৃত্যু  বিদ্যুৎ তার
ফাইল ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলার একটি পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার যশাই ইউনিয়নের পূর্ব বালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব বালিয়া গ্রামের আলম সেখের স্ত্রী জাহানারা বেগম (৫০), মিঠু সেখের মেয়ে মিথিলা (১৪) ও চাচাতো বোন ছাল্লেক সেখের মেয়ে শিউলী আক্তার (১৩)।

রাজবাড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম আকতার হোসেন জানান, সোমবার বিকেলে পূর্ব বালিয়া গ্রামের এলাত আলীর ছেলে দুলাল প্রামাণিক তার বাড়ির একটি দেবদাড়ো গাছ কাটলে, ওই গাছটি পাশের পল্লীবিদ্যুতের লাইনের ওপর গিয়ে পড়ে। এতে বিদ্যুতের তার ছিড়ে পুকরে গোসররত ওই তিনজনের গায়ে লাগে। আর এতেই গোসলরত ওই দুই শিশুসহ তিনজন বিদ্যুতায়িত হন। এ ঘটনা স্থানীয়রা টের পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে পাংশা হাসপাতালে নেয়ার পথেই তিনজনই মারা যান।

ঘটনার পর থেকে ওই দেবদাড়ো গাছের মালিক দুলাল প্রামানিক পলাতক রয়েছেন।

পুলিশ মরদেহ তিনটি তাদের জিম্মায় নিয়েছে। এ বিষয়ে পাংশা থানায় একটি মামলা হয়েছে।

আরো পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লালমনিরহাটে ‘হিটস্ট্রোক’ করে পেপার বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
X
Fresh