• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএসএফের গুলিতে ভারতীয় গরু পাচারকারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি (উত্তর), আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ১৫:২৯
বিএসএফ গুলি ভারতীয়
ফাইল ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তে গরু পাচারের সময় বিএসএফের গুলিতে একজন ভারতীয় পাচারকারী নিহত হয়েছেন।

সোমবার ভূরুঙ্গামারীর বাঁশজানি সীমান্তের ৯৭৫ নম্বর মেইন পিলার এবং ৮ ও ৯ নম্বর সাব পিলারের মাঝখানে শূন্য রেখায় গুলিবিদ্ধ এক যুবকের লাশ এবং বাংলাদেশি সীমান্তের অভ্যন্তরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় একটি বাছুর গরু পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

নিহত যুবক সীমান্তের নিকটবর্তী কুচবিহার জেলার দিনহাটার দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে আখেরুল শেখ।

এদিকে সীমান্তে বিএসএফ টহল বৃদ্ধি করে এবং আনাগোনা দেখে এলাকাবাসী ময়দান বিজিবিকে খবর দিলে বিজিবির একটি টহল দলও ঘটনাস্থলে পৌঁছে। পরে ভারতীয় বিএসএফ লাশটি ভারতীয় নাগরিক বলে শনাক্ত করে ভারতীয় পুলিশে হস্তান্তর করে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ইয়াবা বিক্রি না করায় দুই মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে মারধর
---------------------------------------------------------------

স্থানীয়রা জানান, ভোরে গরু পার করার সময় বিএসএফ গুলি ছোড়লে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় একটি গরুও পায়ে গুলিবিদ্ধ হয়।

ময়দান বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
X
Fresh