• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

২০৪১ সালের মধ্যে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে

অনলাইন ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০১৭, ২১:৪৪

বিদ্যুৎসহ অন্যান্য খাতের সক্ষমতা বেড়ে যাওয়ায় ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হবে বাংলাদেশ। বললেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

রোববার সকালে চট্টগ্রামে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ’ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম ও কক্সবাজারের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই এ সেমিনারের আয়োজন। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে এতে অংশ নেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।

তিনি বলেন, ইকোনোমিক জোন বাস্তবায়িত হলে, ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিল্প-কারখানাগুলো এক জায়গায় আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় এরইমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

সেমিনারের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, এক সময়ের দরিদ্র বাংলাদেশ এখন, মধ্যম আয়ের দেশ। একে উন্নত রাষ্ট্রের কাতারে নিতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। দিতে হবে ইনসেনটিভ ও ট্যাক্স হলিডে। ১শ’টি অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে কমপক্ষে এক কোটি লোকের কর্মসংস্থান হবে বলে।

সেমিনারে, জাইকার কর্মকর্তা ও ব্যবসায়িক সংগঠনসহ, বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh