• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চিকিৎসক হত্যা মামলার মূলহোতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ অক্টোবর ২০১৯, ১০:০২
নিহত ডাকাত বন্দুকযুদ্ধ
ডা. শাহ আলম

চট্টগ্রামের সীতাকুণ্ডে চিকিৎসক শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা ডাকাত দলের প্রধান ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

বুধবার ভোরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ডাকাত দলের প্রধানের নাম নজির আহমেদ সুমন প্রকাশ।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালবক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন জানান, সীতাকুণ্ড থানার উত্তর বাঁশবাড়িয়া এলাকায় র‌্যাব-৭ এর টহল দলের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি বিনিময়ে চাঞ্চল্যকর ডা. শাহ আলম হত্যাকাণ্ডের মূলহোতা ডাকাত দলের প্রধান নজির আহমেদ সুমন প্রকাশ কালু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব।

প্রসঙ্গত, গেল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে ডা. শাহ আলমকে রাস্তার পাশে জঙ্গলে ফেলে চলে যায়। একদিন পর অজ্ঞাত পরিচয়ের লাশ হিসেবে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেখানে তার মরদেহ শনাক্ত করা হয়।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ভাড়া বাসা থেকে নারীসহ পুলিশের এএসপি আটক
---------------------------------------------------------------------

ডা. শাহ আলম দীর্ঘ ৩০ বছর সৌদি আরবের মদিনা হাসপাতালের শিশু বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১৭ জানুয়ারি সীতাকুণ্ডে নিজ গ্রামে শিশুদের জন্য ‘চাইল্ড কেয়ার’ নামে একটি ক্লিনিক চালু করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh