logo
  • ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০, ৮ আশ্বিন ১৪২৭

সেই ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে (ভিডিও)

  রাজশাহী প্রতিনিধি, আরটিভি অনলাইন

|  ১৮ অক্টোবর ২০১৯, ১৫:১৩ | আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২০:৩৯
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশের সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে  নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু জানান, অবৈধ অনুপ্রবেশ করে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার অপরাধে বিজিবির চারঘাট বিওপির হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি দায়ের করেছেন। এ মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সদস্য নিহত
---------------------------------------------------------------

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে চারঘাটের পদ্মানদী ও বড়াল নদীর মোহনায় বাংলাদেশের অন্তত ৫০০মিটার ভেতরে প্রবেশ করে মা ইলিশ শিকার করছিল তিন ভারতীয় জেলে। পরে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বিএসএফের চার জওয়ান। এ সময় বিজিবি বাধা দিলে তারা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবি পাল্টা গুলি চালায়। পরে বিএসএফের এক জওয়ান নিহত ও একজন আহত হয়েছেন বলে পতাকা বৈঠকে বিজিবির কাছে দাবি করে বিএসএফ।

জেবি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৩৯৫৩ ২৬২৯৫৩ ৫০৪৪
বিশ্ব ৩,১৮,২৪,৯০৮ ২,৩৪,২৭,৯১৮ ৯,৭৬,১৫৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়