• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছেলের মারধরের বিচার চাইতে গিয়ে পিটুনিতে কৃষক নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৮ অক্টোবর ২০১৯, ০৯:৩৫
হত্যা কৃষক ছেলে
ফাইল ছবি

হবিগঞ্জে মানসিক প্রতিবন্ধী ছেলেকে মারধরের নালিশ দিতে গিয়ে প্রতিপক্ষের বেধড়ক পিটুনিতে এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম মতি মিয়া (৫৫)। তিনি ওই গ্রামের শুকুর আলীর ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতি মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী রতন মিয়াকে একই গ্রামের ফুল মিয়ার ছেলে মারধর করে।

রাত আটটার দিকে মতি মিয়া নালিশ নিয়ে ফুল মিয়ার কাছে যান। এ সময় রাস্তায় পেয়ে ফুল মিয়াকে ছেলেকে মারার বিষয়ে জিজ্ঞেস করেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ফুল মিয়ার পক্ষে তার স্বজনরাও মতি মিয়াকে মারধর শুরু করেন। এতে মতি মিয়া মাটিতে পড়ে যান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: কালীগঞ্জে অ্যালকোহল পান প্রতিরোধে চালকদের পরীক্ষা
---------------------------------------------------------------

খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে এসে মতি মিয়াকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই ফরিদ মিয়া জানান, মানসিক প্রতিবন্ধী ছেলেকে মারধর করার বিচার দিতে প্রতিপক্ষের লোকজন তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।

একপর্যায়ে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি।

সদর আধুনিক হাসপাতালের আরএমও ডা. শামীমা আক্তার জানান, হাসপাতালে মতি মিয়াকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। নিহতের স্বজনরা জানিয়েছেন তাকে মারধর করা হয়েছে।

ময়নাতদন্ত ছাড়া এ ব্যাপারে কিছু বলা যাবে না। রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
X
Fresh