logo
  • ঢাকা বুধবার, ০৫ আগস্ট ২০২০, ২১ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৫০ জন, আক্রান্ত ১৯১৮ জন, সুস্থ হয়েছেন ১৯৫৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

টঙ্গীতে ভিআইপি বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
|  ১৫ অক্টোবর ২০১৯, ১৭:৩৪
টঙ্গীতে ভিআইপি বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
টঙ্গীতে ভিআইপি বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় ভিআইপি নামে একটি বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে  মিলগেইট থেকে কলেজ গেইট যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে। 

নিহত হাবিবুর রহমান নোয়াখালীর সেলিম মিয়ার বড় ছেলে। তারা সপরিবার টঙ্গীর মিলগেইট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, কলেজে যাওয়ার পথে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক সময় ভিআইপি বাসের হেলপার কলেজ শিক্ষার্থীকে ধাক্কা দিলে বাসের নিচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এসে শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩টার দিকে তিনি মারা যান। 

এদিকে এ খবর পেয়ে মো. হাবিবুর রহমানের সহপাঠীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) সুব্রত কুমার পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিভি অনলাইনকে জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই পূর্ব পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

এসএস 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪৪০২০ ১৩৯২৫৩ ৩২৩৪
বিশ্ব ১৮২৫২২৭৫ ১১৪৫৫৭৮০ ৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়