• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

প্রবাসীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ২

আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৯, ০৯:০৯

চুয়াডাঙ্গা শহরতলীতে এক গৃহবধূর শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) রাতে শহরতলীর ইসলামপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামপাড়া এলাকার দোলন মিয়ার ছেলে অরুপ হোসেন (২৬) ও ছানোয়ার হোসেনের ছেলে রিপন (২৫)।

পুলিশ জানায়, শহরতলীর তালতলায় ওই প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন পার্শ্ববর্তী এলাকার অরুপ ও রিপন। শনিবার সন্ধ্যায় ওই গৃহবধূ তার বাড়ির গেটে একা দাঁড়িয়ে ছিলেন। এসময় ওই গৃহবধূকে লক্ষ্য করে অভিযুক্ত দুই যুবক জ্বলন্ত দিয়াশলাইয়ের কাঠি ছুড়ে মারেন। এতে তার গায়ের কাপড় ও বাম হাতের কিছু অংশ পুড়ে যায়। পরে তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে শনিবার রাতে থানায় একটি হত্যাচেষ্টা মামালা করেছেন। মামলার পরেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেঁসে যাচ্ছেন পরীমণি, হত্যাচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই
কলেজ শিক্ষককে গলাকেটে হত্যাচেষ্টা
তরকারি আনতে দেরি হওয়ায় মাকে গলা কেটে হত্যাচেষ্টা
হত্যাচেষ্টা মামলায় পাংশা উপজেলা ছাত্রলীগ নেতা কারাগারে
X
Fresh