• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সড়কে হেলে পড়েছে অর্ধশত বিদ্যুতের খুঁটি, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা (ভিডিও)

সেলিম ফরাজী, মাদারীপুর

  ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪

প্রতিস্থাপনের চার বছরের মাথায় মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের দুই পাশে থাকা অন্তত অর্ধশত বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ কথা বলতে রাজি না হলেও কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

২০১৫ সালের ডিসেম্বরে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নতিকরনের সময় সড়কের দু’পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো প্রতিস্থাপন করা হয়। কোটি টাকা ব্যয়ে এই খুঁটি প্রতিস্থাপন করা হলেও বর্তমানে অর্ধশত খুঁটি হেলে পড়েছে।

একটি বিদ্যুতের খুঁটি দিয়ে অন্য একটি বিদ্যুতের খুঁটিকে দাঁড় করে রাখা হয়েছে। এতে সড়ক দিয়ে যাতায়াতের সময় বিড়ম্বনায় পড়েন পথচারীরা।

অবশ্য, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, হেলে পড়া বিদ্যুতের খুঁটিতে মানুষের দুর্ভোগ যাতে না হয়, এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

তবে এ ব্যাপারে মস্তফাপুর পল্লী বিদ্যুৎ অফিস কিংবা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মাদারীপুর অফিসের কোনেও কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
X
Fresh