• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:০১
কারাদণ্ড, দণ্ড, তিন মাস

মানিকগঞ্জে এক মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটকের পর তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আল ফারুক বিন আশরাফ (২২)। তিনি মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকা মৃত আশরাফ হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে আল ফারুক বিন আশরাফকে তার বাড়ি থেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। অভিযানকালে নেশার কাজে ব্যবহৃত সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।

তিনি বলেন, আল ফারুক বিন আশরাফ এলাকার চিহ্নিত মাদকসেবী। তার মা-বোনের স্বীকারোক্তি এবং আসামির স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যামাণ আদালতের বিচারক জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তাকে জেল হাজাতে পাঠানো হয়েছে বরেও জানান তিনি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারককে যা বললেন মিল্টন সমাদ্দার
মিল্টন সমাদ্দার রিমান্ডে
মনোনয়নপত্র নিতে প্রার্থীর বাড়িতে লোক পাঠালেন রিটার্নিং কর্মকর্তা
‘রূপান্তর’ বিতর্ক : মামলায় তদন্তের নির্দেশ দিলেন আদালত
X
Fresh