• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরের মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরি

মাদারীপুর প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:০০
মাদারীপুর প্রতিমা তৈরি মণ্ডপ

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের মণ্ডপগুলোতে দিনরাত চলছে প্রতিমা তৈরির কাজ। সুষ্ঠুভাবে পূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানায় প্রশাসন।

অশুভ শক্তি দমন ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় দেবী দুর্গা এবার আসবেন ঘোড়ায় চড়ে। ফিরেও যাবেন ঘোড়ায়। সেই দেবী প্রতিমাকে সাজাতে মাদারীপুরে দিন-রাত কাজ করছেন প্রতিমা শিল্পীরা। নির্দিষ্ট সময়ের আগেই দেবীকে পূর্ণাঙ্গ রূপ দেয়ার কাজে দিনরাত ব্যস্ত সময় পার করছেন তারা।

জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিছু স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। জেলায় এবার ৪৪২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) উত্তম প্রসাদ পাঠক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
দ্বিতীয় স্ত্রীর ঘর থেকে স্বামীর মরদেহ উদ্ধার
হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
৪৯ বছর পর মাকে খুঁজে পেলেন এলিজাবেথ
X
Fresh