• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

মাদরাসায় যাওয়ার চাপে দ্বিতীয় শ্রেণির ছাত্রের আত্মহত্যা!

সুনামগঞ্জ প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২২
আত্মহত্যা, ছাত্র, মাদরাসা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদরাসায় যাওয়ার চাপ সহ্য করতে না পেলে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ তার বড় বোনের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাদরাসা ছাত্রের নাম তোফায়েল। সে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের বড়ছড়া শুল্ক স্টেশন লাগোয়া বড়ছড়া পূর্বপাড়ার হারুন ডাক্তারের ছেলে এবং উপজেলার বালিয়াঘাট এলাকা সংলগ্ন গোলকপুর মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা হারুন এক সময় উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রামের বাসিন্দা হিসেবে এলাকায় পল্লী চিকিৎসক ছিলেন।

দারিদ্র্যের কারণে গেল এক যুগেরও বেশি সময় ধরে তিনি পরিবার নিয়ে বড়ছড়া শুল্ক স্টেশনের পূর্বপাড়ায় বসবাস করে পাহাড়ি ছড়ায় ভেসে আসা ‘বাংলা কয়লা’ কুড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তোফায়েল নিয়মিত মাদরাসায় যেত না। পাশাপাশি সে পড়াশোনায় অমনোযোগী ছিল।

গেল ১০ দিন আগে সে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ি এসেছিল। কিন্তু নানা অজুহাতে সে মাদরাসায় যেতে অনিহা প্রকাশ করে আসছিল। এ কারণে তার বাবা-মা তাকে বকাঝকা করে মাদরাসায় ফিরে যেতে কিছুটা চাপ প্রয়োগ করে আসছিলেন। মাদরাসায় ফিরে যাওয়ার চাপ সইতে না পেরে গতকাল সোমবার বেলা ১টার দিকে পরিবারের সবার অলক্ষ্যে বড়ছড়া পূর্বপাড়ার নিজ বসতবাড়ি লাগোয়া বড়বোন তাজমহল বেগমের বসতঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে তোফায়েল আত্মহত্যা করে।

তাহিরপুর থানার এসআই মো. গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
কালবৈশাখীতে বসতঘরের ওপর গাছ পড়ে মা-ছেলের মৃত্যু
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের 
বজ্রপাতে বসতঘরে আগুন, মা-ছেলের মৃত্যু 
X
Fresh