• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৭
সেফটিক, ট্যাংক, মৃত্যু, শ্রমিক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন আরও একজন।

সোমবার দুপুরের দিকে উপজেলার শালাইপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন বাড়ির গৃহকর্তা ওই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৩৫) ও একই উপজেলার বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক নাঈম হোসেন (২৫) ।

অসুস্থ জাকারিয়া হোসেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে (৩২)।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আরটিভি অনলাইনকে জানান, রোববার দুপুরের দিকে নির্মাণ শ্রমিক নাঈম সেফটিক ট্যাংকের ছাদের ভেতরে কাঠের সার্টার খোলাসহ পরিষ্কার করতে ভেতরে নামেন।

বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনও সাড়া না পাওয়ায় গৃহকর্তা মোহাম্মদ আলী সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। সেখানে নাঈমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে নাঈমকে তুলে আনতে গিয়ে মোহাম্মদ আলী ও অপর নির্মাণ শ্রমিক জাকারিয়া ভেতরে নামলে তারাও অজ্ঞান হয়ে পড়েন।

তাদের কারও কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির মহিলাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ট্যাংটির সাইট ভেঙে দুইজনকে মৃত ও একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরে অসুস্থ জাকারিয়াকে ফায়ার সার্ভিস কর্মীরা জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
লালমনিরহাটে হিটস্ট্রোকে পত্রিকা বিক্রেতার মৃত্যু 
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
X
Fresh