logo
  • ঢাকা শনিবার, ০৬ জুন ২০২০, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ২৮২৮ জন, মৃত্যু ৩০ জন, সুস্থ ৬৪৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
|  ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৩
মরদেহ,স্কুলছাত্রী, পুলিশ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার একটি পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার ছোটদাপ এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্কুলছাত্রীর নাম সাদিয়া সামাদ লিসা (১৪)। সে ছোটদাপ এলাকার আব্দুস সামাদের মেয়ে এবং  আটোয়ারী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্কুলছাত্রীর স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে অনেক খোঁজাখুঁজি করেও লিসাকে পাওয়া যাচ্ছিল না।  আজ ভোরে স্থানীয়রা পুকুরের পানিতে লিসার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

তবে পরিবারের দাবি পরিকল্পিতভাবে লিসাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আরটিভি অনলাইনকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৬০৩৯১ ১২৮০৪ ৮১১
বিশ্ব ৬৮৪৪৮৩৮ ৩৩৪৮৯৯৮ ৩৯৮১৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়