• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ভারতীয় ওষুধ তৈরি হচ্ছে রাউজানে

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০১
কারখানা, আটক, উদ্ধার

চট্টগ্রামের রাউজানে একটি নকল ওষুধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

সোমবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর সদস্যরা নোয়াপাড়া বাজার এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান শুরু করেন।

সোমবার রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযানে কোটি টাকার নকল ওষুধ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর হাসান বলেন, রাউজানের নোয়াপাড়া বাজার এলাকায় একটি নকল ওষুধ কারখানার সন্ধান পেয়েছি আমরা। এখানে অভিযান চালাচ্ছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বিভিন্ন কেমিক্যাল ও উপাদান দিয়ে নকল ভারতীয় ওষুধ তৈরি করা হচ্ছিল এই কারখানায়।

তিনি বলেন, বিপুল পরিমাণ নকল যৌন উত্তেজক ও শক্তিবর্ধক ওষুধ উদ্ধার করা হয়েছে। অভিযান চলছে। এই কারখানা কারা স্থাপন করেছেন, কবে স্থাপন করেছেন এসব বিষয়ে খোঁজ-খবর নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজীপুরে দিনভর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
তাপপ্রবাহ ব্যবস্থাপনায় রেড ক্রিসেন্টের কর্মশালা
লন্ডনে জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন জেমস
কোর্টের সব এজলাস কক্ষে এসি স্থাপনে আইনি নোটিশ
X
Fresh