• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

১৩২ বস্তা সরকারি চালসহ আটক এক

পিরোজপুর প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪০
সরকারি, চাল, আটক

পিরোজপুরের নাজিরপুরে ১৩২ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার সংলগ্ন মো. আ. হক শেখের মালিকাধীন গুদাম থেকে চালের বস্তাগুলো আটক করা হয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে গিয়ে সরকারি চালের বস্তা পাওয়া যায়।

প্রতিটি বস্তায় ৩০ কেজি পরিমাণ চাল রয়েছে। আর এসব বস্তায় খাদ্য গুদামের নাম উল্লেখসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ রয়েছে।

আর এ ঘটনায় গুদাম মালিক মো. আ. হক শেখকে (৫০) আটক করা হয়েছে।

আটককৃত ওই সব চাল যাচাই-বাছাই চলছে। সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ওইসব চাল সোমবার দুপুরে ওই গুদামে দেখে সরকারি চাল হিসেবে তাদের সন্দেহ হলে তারা থানা পুলিশে খবর দেন।

এ ব্যাপারে ওই গুদাম মালিক ও চালের মালিকানা দাবিকারী মো. আ. হক শেখ জানান, তিনি খাদ্যগুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসাবে ওই চাল উপজেলার শ্রীরামাকাঠী গুদাম থেকে সোমবার দুপুরে এনেছেন। কিন্তু শ্রীরামাকাঠী খাদ্যগুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানী মৃধার সঙ্গে মুঠোফোনে কথা হলে এ চাল তাদের (খাদ্যগুদাম) নয় বলে তিনি জানান। এমনকি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
X
Fresh