• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

ফুটপাতে পড়ে থাকা বাজারের ব্যাগে কন্যা শিশু

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০
শিশু, চুরি, বাজার

চট্টগ্রামে ফুটপাতে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে একমাস বয়সী এক শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নগরের কোতোয়ালি থানার কাজির দেউড়ি সার্কিট হাউজের ফুটপাত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটি চট্টগ্রাম গ্রামার স্কুলের (সিজিএস) শিক্ষক মানিক চক্রবর্তীর। কে বা কারা মেহেদীবাগের বাসা থেকে শিশুটি চুরি করে ফুটপাতে ফেলে গেছে বলে ধারণা করছেন মানিক চক্রবর্তী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের বিপরীতে সার্কিট হাউজের লোহার ঘেরার ভেতর শিশুর কান্নার শব্দ পেয়ে টহল পুলিশকে জানান এক নারী। টহল পুলিশের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু বিভাগে শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, খবর পেয়ে শিশুটির মা হাসপাতালে এসেছেন। তারা জানিয়েছেন, তাদের মেহেদীবাগের বাসা থেকে কে বা কারা শিশুটিকে চুরি করে নিয়ে গেছে। তবে চুরি করে নিয়ে গেলে ফুটপাতে ফেলে গেল কেন এ প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। কারা এ ঘটনায় জড়িত তাদের সনাক্তেরও চেষ্টা চলছে বলে জানা গেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরি করে চাকরি হারান মিল্টন সমাদ্দার
চাঁদপুরে বাঘড়া বাজারে আগুন, পুড়ে ছাই ১২ ব্যবসা প্রতিষ্ঠান
৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মূলহোতা গ্রেপ্তার
৬ বছরের শিশুকে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার
X
Fresh