logo
  • ঢাকা শনিবার, ১৯ অক্টোবর ২০১৯, ৩ কার্তিক ১৪২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৬ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০১
দু’পক্ষের সংঘর্ষে নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে শামসুদ্দিন মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ জানায়, শিশুদের খেলাধুলার ঘটনা নিয়ে একই গ্রামের অলি আহাদ ও শামসু মিয়ার গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন আগে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে আজ শনিবার দুপুরে গ্রাম্য শালিসে বসলে দু’পক্ষের মধ্যে এ বিষয় নিয়ে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শামসুদ্দিন মিয়া নিহত হন। 

সরাইল থানার ওসি (তদন্ত) মো. নুরুল হক জানান, সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

------------------------------------------------------------
আরো পড়ুন: সিরাজগঞ্জের বেলকুচিতে পাষণ্ড বাবার হাতে শিশুকন্যা খুন
------------------------------------------------------------

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়