• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

রংপুরের উপনির্বাচনে ৭ প্রার্থী বৈধ (ভিডিও)

রংপুর প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৩

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে যাচাই বাছাই শেষে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি, বিধি অনুযায়ী হলফ নামা দাখিল না করাসহ নানা কারণে ২ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কনফারেন্স রুমে বুধবার এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন এ ঘোষণা দেন। তিনি জানান, আপাতত আওয়ামী লীগের রেজাউল করিম রাজু, জাতীয় পার্টির রাহগির আল মাহি সাদ ও বিএনপির রিটা রহমানসহ ৭ জনকে বৈধ এবং ঋণ খেলাপি এবং বিধি অনুযায়ী মনোনয়ন দাখিল না করাসহ নানা কারণে স্বতন্ত্র প্রার্থী বিএনপির মহানগর সিনিয়র সহসভাপতি কাওসার জামান বাবলা ও বাংলাদেশ কংগ্রেস পার্টির একরামুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

তবে পরবর্তী ৩ দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে এ আসনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহ-১ উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী
এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান হলেন এমপির এপিএস 
চাঁদপুরে উপনির্বাচনে মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত
X
Fresh