• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজবাড়ীতে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮
মৃত্যুদণ্ড, আসামি, মোল্লা

রাজবাড়ীতে আবদুল জব্বার মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় আরজু মোল্লা নামের একজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুর সোয়া একটার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামির নাম আরজু মোল্লা (৩৬)। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার দেওয়ালি গ্রামের বাসিন্দা। এছাড়া রোজিনা বেগম, বিল্লাল মোল্লা ও রাসেদ মোল্লাকে তিন বছর করে সাজা দেওয়া হয়েছে। অপর দুই আসামি খোরশেদ মোল্লা ও এরশাদ মোল্লাকে এক বছর করে সাজা দেওয়া হয়েছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে মানববন্ধন
---------------------------------------------------------------

আদালত সূত্রে জানা যায়, দেওয়ালি গ্রামের বাসিন্দা আবদুল জব্বার মোল্লাকে ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর রাতে বাড়ির পাশের মেহগনিবাগানে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তির ছেলে নাজমুল মোল্লা বাদী হয়ে কালুখালী থানায় রোজিনা বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে এই রায় দেন।

রাজবাড়ী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh