• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিখোঁজের তিন ঘণ্টা পর মাঝির মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

  ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৬
মরদেহ, মাঝি, পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নদীতে নিখোঁজের তিন ঘণ্টা পর এক মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার বেড়েরধন নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া মাঝির নাম মো. মোসলেম সিকদার (৫০)। তার বাড়ি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিপড়াখালী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও মির্জাগঞ্জ থানা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় একটি ইঞ্জিনচালিত ট্রলার চালিয়ে মোসলেম সিকদার মির্জাগঞ্জ থেকে কাঁঠালিয়া যাচ্ছিলেন। পথে বেড়েরধন নদীর আমড়াগাছিয়া গ্রামের কাঠের পুল নামক স্থানে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হন।

পরে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর রাত নয়টার দিকে নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, মাঝির পরিবার সূত্রে জানা গেছে, তিনি সাঁতার জানতেন না। কাঁঠালিয়া যাওয়ার পথে ট্রলারের পেছনের হাতল ভেঙে নদীতে পড়ে যান।

ওসি জানান, কোনও অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
X
Fresh