• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত ফরিদপুরের এক যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৯, ১৬:৩৭
ডেঙ্গু, জ্বর, মৃত্যু

ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের সজিব দাস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সজিব জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের শিব শংকর দাসের ছেলে।

সজিবের ভাই অমিত দাস ও চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম জানান, সজিব টেকেরহাটের একটি মুদি দোকানে কাজ করতো। সেখানে কর্মরত অবস্থায় সে জ্বরে আক্রান্ত হয়। পরে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা নেন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে ঢাকায় স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সজিব।

এদিকে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৫ রোগী ফরিদপুরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এছাড়া বৃহস্পতিবার দুপুর দুইটা পর্যন্ত জেলার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩২৯ জন ডেঙ্গু রোগী।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু 
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু
জনপ্রিয় তামিল সুরকার-সংগীতশিল্পী প্রবীণ কুমার আর নেই
পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
X
Fresh