logo
  • ঢাকা মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯, ৪ অগ্রহায়ণ ১৪২৬

অফিসে এসে জ্ঞান হারান জামালপুর ডিসি অফিসের সেই নারীকর্মী

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৬ আগস্ট ২০১৯, ১৮:৫০ | আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১৪:০২
অফিসে এসে জ্ঞান হারান জামালপুর ডিসি অফিসের সেই নারীকর্মী
অসুস্থ সেই নারীকর্মী
জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি)সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই নারী অফিস সহকারী অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন।

সোমবার(২৬ আগস্ট) তিনি অফিসে এসে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় তার হাতে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদনপত্র পাওয়া যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হলে কিছুক্ষণ পর অফিস থেকে বাড়ি ফিরে যান।

ছুটির আবেদনপত্রে তিনি উল্লেখ করেছেন যে, অফিস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়ায় আগামীকাল ২৭ আগস্ট থেকে তিনদিনের ছুটির প্রয়োজন।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার সাংবাদিকদের বলেন, অফিস সহকারীর ছুটির আবেদনপত্র পাওয়া গেছে। ওই অফিস সহকারী ছুটির আবেদন করেছেন। তার আবেদনটি গ্রহণ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগদান করে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে ডিসি আহমেদ কবীরের সঙ্গে ওই নারীকর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়।

এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়