• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

  ২৩ আগস্ট ২০১৯, ০৯:৪০
ডেঙ্গু, জ্বর, মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত একটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা নেওয়ার পথে ডুমুরিয়া নামক এলাকায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া গৃহবধূর নাম জাহানারা খাতুন (৩৭)। তিনি সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী। এ নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহীন জানান, ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে জাহানারা খাতুন ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডেঙ্গু আক্রান্ত সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শ্রিকলস গ্রামের সিরাজুল ইসলামের মাদরাসা পড়ুয়া ছেলে আলমঙ্গীর হোসেন গাজী (১৪) সাতক্ষীরা থেকে খুলনায় নিয়ে যাওয়ার পথে মারা যায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh