logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

শীতলক্ষ্যা নদীর তীরে উচ্ছেদ অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
|  ২২ আগস্ট ২০১৯, ১৪:০৬ | আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১৪:২০
নারায়ণগঞ্জ, উচ্ছেদ, অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে তৃতীয় দফায় অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার চলছে তৃতীয় দিনের মতো অভিযান। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বেলা বারোটা থেকে অভিযান শুরু হয়। এতে এখনও পর্যন্ত মাত্র দুইটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানটি চলবে বিকেল চারটা পর্যন্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীর দখল করে গড়ে উঠা পাকা দেয়াল, বিভিন্ন স্থাপনা, সেমিপাকা ঘরগুলো গুড়িয়ে দিতে কাজ করা হচ্ছে। আগামী রোববার পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

আরো পড়ুন:

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়