• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

  ২২ আগস্ট ২০১৯, ১১:৪৩
ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের সালন্দর নামক স্থানে নৈশকোচ ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিনিবাসের চালক বাবুল, মিনিবাসের যাত্রী আবুল কালাম আজাদ ও কামরুজ্জামান বাবু।

নিহত কামরুজ্জামান বাবু অগ্রণী ব্যাংকের মুন্সিরহাট শাখা কর্মকর্তা বলে জানা গেছে।

আহতদের মধ্যে ২৮ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশ কোচের সঙ্গে দিনাজপুরগামী মিনিবাসের সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

ঠাকুরগাঁও থানার এসআই ফিরোজা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাড়ি দুটির গতি অনেক বেশি ছিল, একটি গাড়ি অন্য গাড়িতে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।


আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
X
Fresh