logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৭ (ভিডিও)

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
|  ১৮ আগস্ট ২০১৯, ১২:৫৩ | আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:০৬
কুমিল্লার লালমাইয়ে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

আজ রোববার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে লালমাইয় উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই থানার ওসি বদরুল আলম জানান, হতাহতরা বাস, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে দু’জন নারী,  দুইজন শিশু ও  তিনজন পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ঢাকাগামী তিশা নামক বাসটি ওই এলাকায় পৌঁছে লাকসামগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৫ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় অটোরিকশায় থাকা ২ শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন 

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়