• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৭ আগস্ট ২০১৯, ১৫:২৭
মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে
সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়েছে

ঈদ শেষে যানবাহনের চাপ আরও বৃদ্ধি পেয়েছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু-হাটিকুমরুল, হাটিকুমরুল-বনপাড়া ও হাটিকুমরুল-চান্দাইকোনা মহাসড়কে।

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ২৭ হাজার যানবাহন চলাচল করেছে। যা আগের দিনের তুলনায় প্রায় ১০ হাজার বেশি। স্বাভাবিক সময়ে এই সড়কে ১০ থেকে ১২ হাজার যানবাহন চলাচল করে থাকে।

এছাড়া নলকা ও ধোপাকান্দির কাছে দুটি সরু ব্রিজ পার হতে সময় লাগার কারণে হাটিকুমরুল-বঙ্গবন্ধু মহাসড়কের প্রায় ২২ কিলোমিটার এলাকায় যানবাহনের অত্যধিক চাপ পড়েছে।
মহাসড়কে যানজট না থাকলেও অত্যধিক চাপের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। তবে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এদিকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ শহিদ আলম জানান, মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে তবে কোথাও যানজট লাগেনি। ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh