logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০, ২৬ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে মোট মৃত্যু ২১ আর আক্রান্ত ৩৩০ জন, আক্রান্তের মধ্যে শুধু ঢাকায় ৬২ জন, ১৩ জন নারায়ণগঞ্জে বাকি ৩৭ জন বিভিন্ন জেলায়,: স্বাস্থ্যমন্ত্রী। ওয়ার্ল্ডোমিটার, জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যার সংখ্যা ৪ লাখ ৩৪৯২৭ জন এবং মৃত্যু ১৪৭৯২ জন। আক্রান্তের সংখ্যায় পরের অবস্থানে স্পেন যার সংখ্যা ১ লাখ ৪৮২২০ জন, মারা গেছেন ১৪৭৮৮ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯৪২২ জন এবং প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৬৬৯ জন।

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দেশের বড় ঈদ জামাত

দিনাজপুর প্রতিনিধি
|  ১২ আগস্ট ২০১৯, ১২:৩২ | আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১২:৩৭
দিনাজপুর
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত। দেশের বৃহৎ এই ঈদের জামায়াতে লক্ষাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন আলহাজ মাওলানা সামশুল আলম কাশেমী।

ঈদের এই জামায়াতে লাখো মুসল্লিদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা। বসানো হয় ক্লোজড সার্কিট ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এছাড়া বিভিন্ন স্থানে মুসল্লিদের তল্লাশি করে ঈদগা মাঠে প্রবেশের ব্যবস্থা করা হয়।

এই জামাতে একসাথে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেন বলে আয়োজক সংশ্লিষ্টরা দাবি করেছেন।


আরো পড়ুন:

পি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩০ ৩৩ ২১
বিশ্ব ১৪৮৪৮১১ ৩২৯৮৭ ৮৮৫৩৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়