logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দেশের বড় ঈদ জামাত

দিনাজপুর প্রতিনিধি
|  ১২ আগস্ট ২০১৯, ১২:৩২ | আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১২:৩৭
দিনাজপুর
দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত। দেশের বৃহৎ এই ঈদের জামায়াতে লক্ষাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন আলহাজ মাওলানা সামশুল আলম কাশেমী।

bestelectronics
ঈদের এই জামায়াতে লাখো মুসল্লিদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা। বসানো হয় ক্লোজড সার্কিট ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এছাড়া বিভিন্ন স্থানে মুসল্লিদের তল্লাশি করে ঈদগা মাঠে প্রবেশের ব্যবস্থা করা হয়।

এই জামাতে একসাথে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেন বলে আয়োজক সংশ্লিষ্টরা দাবি করেছেন।


আরো পড়ুন:

পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়