• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গু কেড়ে নিলো মনিরুলের পরিবারের ঈদের আনন্দ

লালমনিরহাট প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৯, ০৩:৪৩
ডেঙ্গু, জ্বর, মৃত্যু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম (৩২)। তিনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি বাগডোরা গ্রামের নিমচালা শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মনিরুল ঢাকার কেরানীগঞ্জে ঝুট কাপড়ের ব্যবসা করতেন। গেল কয়েক দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি গ্রামের বাড়িতে আসেন। রোববার তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক এ কে এম শাহাদুজ্জামান মনিরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমু বলেন, সন্ধ্যার পর আমিনুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। তিনি ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এরপর বাড়িতে আসেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
X
Fresh