• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে প্রতিদিনেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

মাদারীপুর প্রতিনিধি

  ০৮ আগস্ট ২০১৯, ১৮:২৪
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

মাদারীপুরে প্রতিদিনেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১০ জন। এ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬০ জনের বেশি রোগী।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপে অন্য রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। আশঙ্কা করা হচ্ছে ঈদে এই চাপ আরও বাড়বে।

এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তরলজাত খাবারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

জেলায় এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ খবরে অন্য রোগীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মাদারীপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ৪
---------------------------------------------------------------

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন। যাদের পরিস্থিতি খারাপ, তাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
এক বিভাগে টানা ৩ দিন ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা
দুই বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
X
Fresh