• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০৭ আগস্ট ২০১৯, ১২:০০
ফেরি, চলাচল, যাত্রী, দুর্ভোগ

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার সকাল থেকে ১৭টি ফেরির মধ্যে চলছে মাত্র নয়টি ফেরি।

পদ্মা উত্তাল থাকায় এ রুটে ডাম ফেরিগুলি চলতে পারছে না। এতে ঘাটে যানজট সৃষ্টি হয়েছ। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ছয় শতাধিক ছোট-বড় গাড়ি। ফলে দক্ষিণবঙ্গের ২১টি জেলার প্রবেশদ্বার শিমুলিয়া ঘাটে নদী পারাপারে আসা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি (টার্মিনাল সুপারেন্টেন্ড) সামছুল আরেফিন আরটিভি অনলাইনকে জানান, বর্তমানে এ রুটে রো রো তিনটি, মিডিয়াম দুইটি ও কেটাইপ চারটি ফেরি চলাচল করছে।

প্রসঙ্গত, নাব্য সংকটের কারণে লৌহজং টার্নিং পয়েন্টে দুটি চ্যানেল বন্ধ রয়েছে। এখানে ড্রেজিং কাজ চলছে। ফলে বিকল্প একমুখী রোড দিয়ে ফেরি চলাচল করছে। এতে করে ফেরি পারাপারে সময়ও লাগছে বেশি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে ফসল ঘরে তোলার কাজ 
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
X
Fresh