• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

গাছের ডাল মাথায় পড়ে আলমসাধু চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৯, ১৫:৫১
চুয়াডাঙ্গা, চালক, মত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গাছের ডাল মাথায় পড়ে এক আলমসাধু চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার উথলী মোল্লাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আলমসাধু চালকের নাম মাসুম মিয়া। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, সকালে মাসুম তার আলমসাধু নিয়ে জীবননগরে ভাড়ায় যান। সেখান থেকে দুপুরে চুয়াডাঙ্গায় ফেরার পথে উথলী মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশে থাকা একটি গাছের বড় ডাল তার মাথার ওপর পড়ে। এতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, কোনও অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার গ্রামের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
বজ্রপাতে ৫ জেলায় ৬ জনের মৃত্যু
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু
একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে: সাইফুল আলম দীপু
X
Fresh