• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে এডিস মশার লার্ভা পাওয়া গেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৯, ১৫:০৫
লার্ভা, এডিস, মশা

সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

গেল দুই দিন সিভিল সার্জন কার্যলয়ের অ্যান্টোমোলজি টেকনেশিয়ানরা পৌর এলাকার বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এডিস মশার লার্ভা ও অ্যাডাল্ট মশা পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। আরও অনেক স্থানে থাকতে পারে।

তিনি আরও বলেন, এরই মধ্যে আমরা ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয় থেকে লিফলেট, ব্যানার, প্রচার মিছিল ও বিভিন্ন স্কুলে গিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করছি।

এখন পর্যন্ত সিরাজগঞ্জে মোট ৭৫ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এছাড়া বর্তমানে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ২৫ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে নয়জন এবং শহরের আভিসিনা হসপিটালে একজনসহ মোট ৫০জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাউন সিনড্রোমে আক্রান্তদের দিয়ে চলে যে ক্যাফে
শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
X
Fresh