• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দিনাজপুরে বাড়ছেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

দিনাজপুর প্রতিনিধি

  ০১ আগস্ট ২০১৯, ১৫:৪৬
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রুগীর সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৮ জন ডেঙ্গু রুগী এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল বুধবার এই হাসপাতালে ডেঙ্গু রোগী ছিল ৩০ জন। বর্তমানে ৩৮ জনের মধ্যে দুইজন শিশু ও দুইজন নারী রয়েছেন।

এর আগে গেল এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ১২ জন রুগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে চিকিৎসা নিতে আসা ডেঙ্গু আক্রান্তরা সকলেই ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি এসেছেন।

রোগীর চাপ সামাল দিতে এখানে তিনটি ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। রুগীর সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কায় আরও ডেঙ্গু ওয়ার্ড চালুর প্রস্তুতি চলছে।

এদিকে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেন।

পরে তিনি চিকিৎসা নিতে আসা রুগীদের তাৎক্ষণিক প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ২৪ ঘণ্টা সার্ভিস চালু কার্যক্রমের উদ্বোধন করেন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
প্রসূতির পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ, তদন্তে কমিটি
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
X
Fresh